গাজীপুর মহনগর ছাত্রলীগের আনন্দ মিছিল।
বি এ রায়হান, গাজীপুর:
জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ" ক্যাটাগরিতে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক "স্বাধীনতা পুরস্কার-২০২১" প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে গাজীপুর মহনগর ছাত্রলীগ।
বুধবার (১০ মার্চ) বিকেলে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি পদপার্থী মোঃ মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাহাজাদা সেলিম লিটন, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, ৫৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাওনুর রহমান মিঠু,গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা আক্তার হোসেন, কাজী চঞ্চল, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃপারভেজ ঢালী, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না হাওলাদার, টংগী থানা ছাত্রলীগ নেতা শাওন প্রধান প্রমুখ।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় মশিউর রহমান সরকার বাবু বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গাজীপুরের মাটি ও মানুষের নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপিকে মরণোত্তর "স্বাধীনতা পুরস্কার ২০২১" এর জন্য মনোনীত করায় গাজীপুর মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, গাজীপুরের মাটি ও মানুষের নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি, একজন জাতীয় বীর,একজন বীর মুক্তিযোদ্ধা, ন্যায় নীতি ও আদর্শের প্রতীক যতদিন পৃথিবীতে বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম থাকবে ততদিন এই ক্ষণজন্মা বাঙালি শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির নাম অবিনশ্বর হয়ে থাকবে।